বঙ্গোপসাগরের কুল ঘেষে কর্ণফুলীর অববাহিকায় পাহাড়ঘেরা বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ চট্টগ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি, শিক্ষা, ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলায় প্রাণি সম্পদ একটি সম্ভাবনাময় খাত। বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে আত্মকর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, আমিষ জাতীয় খাদ্যের যোগান বৃদ্ধির জন্য নিরলস ভাবে চট্টগ্রাম জেলায় কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ বিভাগ । এই জেলায় এমএম আগা, পাহাড়িকা ও নাহার এগ্রোর মত বাংলাদেশে নেতৃত্বদানকারী খামার গড়ে উঠেছে। অধিবাসির অনেকেই গবাদি পশুরখামার স্থাপন, ছাগল পালন, হাঁস-মুরগীর খামার প্রতিষ্ঠাকে অর্থনৈতিক আয় ওজীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে গ্রহন করেছেন। প্রাণিসম্পদ বিভাগ এই জেলায় জনসাধারণকে সম্পৃক্ত করে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। উক্ত অফিসটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়, জেলা প্রাণী সম্পদ দপ্তর, ওয়ার্লেস, খুলশী, চট্টগ্রাম নামে পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস