পবিত্র রমজান/২০২৫ খ্রি. উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রাম কর্তৃক ন্যায্যমূল্যে ভ্রাম্যমান কেন্দ্রে দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম
জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রাম কর্তৃক পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ কেন্দ্রে দুধ, ডিম, ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে । প্রথম রমজান থেকে শুরু করে ২৮ রমজান পর্যন্ত দুধ, ডিম ও মাংস বিপণন কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ২-৩ টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিক্রয় কার্যক্রম শুরূ হবে। কার্যক্রমটি তদারকি ও মনিটরিং নেতৃত্বে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তর এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মাঠে থাকবে। প্রতি কেজি গরূর মাংস ৬৮০/- টাকা মূল্যে , প্রতি ডজন ডিম ১০৫ টাকা মূল্যে , প্রতি লিটার দুধ ৮০/- মূল্যে বিক্রয় করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস